The Playmate!

A Song By Rabindranath Tagore

Who knew, who were you then!
When I used to play with you

Life used to dance through eternity
Then, I was neither afraid nor ashamed

Like my beloved friend
You used to call me in the mornings

Then, through woods and woodlands
Played with you with full of joy

Who could have realized those songs
Oh Lord! You used to sing in those days

Only my whole being used to sing along with you
And the heart always used to dance in excitement

Suddenly, after the end of the play, now I can only see
The stalemate sky, silent sun and the silent moon

Our universe is standing there alone
At your feet with eyes looking down…captivated

27th April 2023
©NilavroNill
Translated By NilavroNill Shoovro


আমার      খেলা যখন ছিল তোমার সনে
              তখন কে তুমি তা কে জানত।
তখন       ছিল না ভয় ছিল না লাজ মনে
              জীবন বহে যেত অশান্ত।

                    তুমি        ভোরের বেলা ডাক দিয়েছ কত
                                  যেন আমার আপন সখার মতো,
                    হেসে        তোমার সাথে ফিরে ছিলেম ছুটে
                                  সেদিন কত না বন-বনান্ত।

ওগো        সেদিন তুমি গাইতে যে-সব গান
                    কোনো অর্থ তাহার কে জানত।
              শুধু  সঙ্গে তারি গাইত আমার প্রাণ,
              সদা   নাচত হৃদয় অশান্ত।

                  হঠাৎ    খেলার শেষে আজ কী দেখি ছবি,
                    স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,
                    তোমার   চরণ পানে নয়ন করি' নত
                    ভুবন দাঁড়িয়ে আছে একান্ত।।


Leave a comment